রাশিয়া বিশ্বকাপের ২১ তম আসরে ইংল্যান্ড বনাম পানামার ম্যাচে গোলের পর গোল দেখলেন ফুটবলবিশ্ব। প্রথমবারের মত বিশ্বকাপে সুযোগ পাওয়া মধ্য আমেরিকার দেশটিকে নিয়ে একরকম ছেলেখেলাই করলো ইংল্যান্ড।

আজ (রোববার) ২৪ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ গোলের ব্যাবধানে পরাজিত করে ইংলিশরা। আর এই ম্যাচের মধ্যমে বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের শুরুতে ৮ মিনিটে পানামার বিপক্ষে ইংলিশদের প্রথম সফলতা এনে দেন জন স্টোন। এর পর ২২ মিনিটে পোনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ৩৬ মিনিটে গোল করেন লিংগার্ডে। তার পর ৪০ মিনিটে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন স্টোন।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন ইংলিশ অধিনায়ক কেইন।

এর পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বিশ্বকাপের ২১তম আসরে দ্বিতীয় হ্যাট্রিক করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। যদিও তৃতীয় গোলের সময় বলটি ‘অনিচ্ছাকৃত’ তার পায়ে লাগে। আর বাকি গোল দু’টি আসে পেনাল্টি থেকে।

হ্যাট্রিকের জন্য ২২ ও ৪১ মিনিটে পোনল্টি ও ৬২ মিনিটে গোল তিনটি করেন কেইন। এই ম্যাচে  হ্যাটট্রিক করে ৫ গোল নিয়ে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন।

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে কেইনের আগে ১৯৬৬ সালে জিওফ হার্ট ও ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের হ্যাট্রিকের ইতিহাস রয়েছে।

এর আগে গত ১৫ জুন স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এবারের আসরের প্রথম হ্যাট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো।