
আবারো জাতিয় দলে ফিরছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। প্রয় ২৪ বছর আগে ক্রিকেট থেকে অবসর নেয় কপিল দেব। জাতিয় দলে ফিরছেন তবে ক্রিকেট নয়, ভারতের জাতীয় গলফ দলে খেলবে ৫৯ বছর বয়সী এই কিংবদন্তি। এশিয়া প্যাসিফিক সিনিয়রস প্রতিযোগিতার জন্য ঘোষিত দলে আছেন ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

আগামী অক্টোবর মাসের ১৭ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হবে এই গলফ প্রতিযোগিতা। কপিল দেব ছাড়াও ভারতীয় গলফ দলে আছেন ১৯৮৩ ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের উইকেট রক্ষক সৈয়দ কিরমানি, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আশিস বল্লাল, ক্রিকেটার অজিত আগরকর, মুরলী কার্তিক, বেঙ্কটপতি রাজু, সুজিত সোমসুন্দর ও ধারাভাষ্যকার চারু শর্মা।

২৪ বছর আগে ক্রিকেট থেকে অবসর নেয়ার কপিল দেবকে প্রায়ই দেখা যেত গলফ কোর্সে। এবার তাকে দেখা যাবে জাতীয় দলে। জাতীয় দলের হয়ে খেলার আগে প্রস্তুতির জন্য বেঙ্গালুরুতে একটি প্রতিযোগিতায় যোগ দেবেন সাবেক এই অলরাউন্ডার।
