কারাগারে থেকে নিদাহাস ট্রফির বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল খেলা দেখেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।কারাসূত্রে জানা যায়, রোববার খেলা শুরুর পর নাজাম এবং রাতের খাবারের সময়টুকু ছাড়া টেলিভিশনের কাছ থেকে সরেনি খালেদা জিয়া। এসময় সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সহাকারি ফাতেমা বেগম।

কাল সকালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত এক মহিলা পুলিশের সঙ্গে ফাতেমার কথা হয়। সে সময় ফাতেমা জানিয়েছেন, বাংলাদেশ যখন জয়ের দিকে এগুচ্ছে তখন নাকি খালেদা জিয়া বেশ উফুল্ল ছিলেন। খেলার মাঝখানে বেশ কয়েকবার হাত তালিও বাজিয়েছেন তিনি। ফাতেমা আরও বলে, বাংলাদেশের পরাজয়ের পর খালেদা জিয়া শুধু বলেছেন হারলেও ছেলেগুলো ভালোই খেলেছে। দলের বেশ উন্নতি হয়েছে।

এর আগে রোববার এক কারা কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচটি দেখার আগ্রহ জানান।কারা কর্মকর্তাকে খালেদা বলেন, আমি বাংলাদেশ-ভারতের ফাইনাল খেলাটি দেখতে চাই, ব্যবস্থা করা যাবে? এসময় কারা কর্মকর্তা তাকে বলেন, ম্যাডাম বিটিভিতে খেলা দেখানো হবে। আপনি চাইলে দেখতে পারেন।

এসময় কারা কর্মকর্তা খালেদাকে প্রশ্ন করেন, ম্যাডাম কালকের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) খেলা দেখেছেন। উত্তরে খালেদা বলেন, দেখিনি তবে পত্রিকায় পড়েছি। বেশ ভালো খেলেছে ছেলেরা। ওদের প্রতি আমার অভিনন্দন থাকলো। তিনি বলেন, এতো কষ্টের মাঝেও দেশবাসী কেবল এই ক্রিকেট খেলাটা নিয়ে একটু আনন্দে মেতে থাকতে পারে। আমি চাই বাংলাদেশের ছেলেরা এরকম বীরদর্পে এগিয়ে যাক, দেশবাসীকে সবসময় আনন্দে মাতিয়ে রাখুক।