
ক্রিকেটের পরাশক্তি ভারতের ক্রিকেটাঙ্গণে ২০১৭ সাল হল ‘কোহলিময় একটি বছর’। ব্যাটিংয়ে একের পর এক মাইলস্টোন রেকর্ড।
ধারাবাহিক ভাবে ঘুম থেকে ওঠা আর ঘুমাতে যাওয়ার মত সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি ব্যাপারটাকে একদম সহয্য করে ফেলেছে কোহলি। ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ডের মালিক অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহকে স্পর্শ করেছেন তিনি। এ বছরই বলিউড ‘ড্রিম গার্ল’ আনুশকা শর্মাকেও হৃদয়ে মাঝ খানে বন্দি করেছেন ভারত অধিনায়ক।
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে এখন পর্যন্ত সবথেকে বেশি ইন্টারনেট সার্চ হয়েছে বিরাট কোহলিকে নিয়েই। কোহলিই ভারতের প্রথম ক্রিকেটার, যিনি ১০০ কোটি টাকার রেকর্ড অংকে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী বিপণন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্র্যান্ড ভ্যালুতে শাহরুখ খানকেও টপকে দিয়েছেন তিনি।
কোহলিময় একটি বছর কাটানোর পর যদি এই প্রশ্নটা আসে ভিরাট কোহলি ক্রিকেটার না হলে কী হতেন? যা খুশি ভাবতেই পারেন। তবে পেটুক কোহলি কিন্তু একটা বিষয়ে সরলরেখার মত সোজা। এমন প্রশ্নের জবাবে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ নামের একটি টিভি অনুষ্ঠানে এসে তারকা ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরকে বললেন, ‘আমি পাক্কা একজন সেলসম্যান হতাম। ভালোো সেলসম্যান। অ্যাকোয়াগার্ড বেচতাম!’
