
আজ (২১ এপ্রিল) কলকাতার ইডেন গারডেনে তিন রকমের ঝড় আসার সম্ভাবনা রয়েছে। খেলাধুলার আবহাওয়ার পূর্বাবাস এমনটাই জানিয়েছে। ঝড়ের ধরণ হতে পারে প্রাকৃতিক এবং মানবীয়। তবে আপাতত আজ তিন ধরণে ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এক: কালবৈশাখী। যে ঝড় আগাম খবরের ধার ধারে না। এমনটাই যদি হয় তাহলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরতে হবে শাহরুখ-প্রীতি ভক্তদের।
দুই: গেলের ব্যাটিং ঝড়। যা ইতি মধ্যে দেখেছে ক্রিকেট বিশ্ব। আজও সেই ব্যাটিং ঝড় অব্যহত তাকতে পারে। যদি এটিই হয় তাহলে খালি হাতে ফিরতে হবে শাহরুখ ভক্তদের। তবে কেকেআরের বোলাররা গেইলের ঝড় থামাতে পারলে হিসেব উল্ট হবে।
তিন: আরেক ঝড়, যা সোমবার (১৬ এপ্রিল) আন্দ্রে রাসেল তুলেছিলেন তার ব্যাটে। আজ কোন ঝড় ইডেন গার্ডেন আছড়ে পড়বে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে, সেই জল্পনাতেই সরগরম কলকাতা। তাই ঝড়ের বাস্তবতা দেখার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত।
অন্যদিকে শাহরুখ-প্রীতি মানেই ভক্তদের জন্য এক ঝলক টাটকা হাওয়া। পাঞ্জাবে প্রতি ম্যাচেই স্টেডিয়ামে স্বশরীরে হাজির হয়ে বাড়তি মাত্রা যোগ করছেন প্রীতি। ইডেনেও তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে। তবে শাহরুখকে গ্যালারিতে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। দলের সবশেষ ম্যাচে ছিলেন না। এদিনও থাকবেন কি না নিশ্চিত নয়। তবু ভক্তরা আশায় বুক বাঁধছেন, দীর্ঘদিন পর আবারও দেখা যাবে বীর-জারাকে।
