টানা জয়ে আত্মবিশ্বাসী কেকেআরের। তবে অধিক আত্মবিশ্বাস খুব খারাপ। তাই অধিক আত্মবিশ্বাস নিয়ে পা ফসকে পড়তে রাজি নন দীনেশ কার্তিক।  আইপিএলে দু‘বারের চ্যাম্পিয়ন কেকেআর নতুন অধিনায়কের নেতৃত্বে এখন অনেকটা আশার আলো দেখছে। সানরাইজার্স সবার আগে প্লে-অফে খেলা নিশ্চিত করার ঠিক পরেই খানিকটা ছন্ন ছাড়া হয়ে পড়েছে এমনকি বৃহস্পতিবার, ১৭ মে, বেঙ্গালুরুর সাথে পরাজিত হয়েছে তারা।

তবুও দীনেশ কার্তিক জানেন হায়দরাবাদ দলে ভুবনেশ্বর কুমার, রশিদ খান, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসনরা নিজেদের দিনে একাই ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।  আগামীকাল (শনিবার), ১৯ মে, হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দারাবাদে মুখমুখি হবে কলকাতা। এই ম্যাচে যদি দীনেশ কার্তিকের দল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিতে পারে, তা হলে পয়েন্টের বিচারে ১৬ পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স নিশ্চিন্তে পৌঁছে যাবে প্লে–অফে।

এদিকে রাজস্থান রয়্যালেসর বিরুদ্ধে ম্যাচ কুলদীপ যেভাবে নিজের স্পিনের জাদু খুঁজে পেয়েছেন তা নিঃসন্দেহে নাইটদের অস্ত্র ভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে।

ক্রিস লিন, সুনীল নারিনরা ফর্মে আছেন। অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাট ধারাবাহিকভাবে ভরসা যোগাচ্ছে দলকে। কেকেআরের শুধু একটাই চিন্তা হয়ে দাঁড়িয়েছে , সেটা হল রবিন উথাপ্পার ব্যাটিংয়ের বর্ণহীণতা। এই ধামাকা ব্যাটসম্যান ফর্মে ফিরুন সেই আশায় চেয়ে আছে নাইট থিঙ্ক ট্যাঙ্ক।