
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট খেলেছে ভারত। আর দুটো টেস্ট জিতে সিরিজ জয় করে নিয়ে ভারত। টেস্ট সিরিজের পরেই আছে পাঁচটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি ।
টি টোয়েন্টি ম্যাচে হয়তোবা কোহেলিকে বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ ইইতিমধ্যে টানা ম্যাচ খেলে চলেছেন বিরাট কোহেলি। শুক্রবার বা শনিবারের মধ্যেই দলগঠন নিয়ে আলোচনায় বসছেন নির্বাচকরা । এবং সেখানেই হয়তো নির্বাচকরা সিদ্ধান্ত নিবেন , কোহলিকে বিশ্রাম দেওয়া যাবে একটি মাত্র টি টোয়েন্টিতে।
গত বছর ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারত। তার মধ্যে ৪২টি ম্যাচেই খেলেছেন বিরাট কোহেলি । একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইঞ্জুরির জন্য নামতে পারেননি কোহলি।
শ্রীলঙ্কা সিরিজের পরেই খেলবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে । অজিদের বিরুদ্ধে কোহলিকে বিশ্রাম দেবেন না নির্বাচকরা। ফলে অজি ও ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে সিরিজের আগেই কোহলিকে বিশ্রাম দিতে পারে । পর্যাপ্ত বিশ্রাম পেলে ভারত অধিনায়ক সতেজ হয়ে মাঠে নামতে পারবেন।
কোহলিকে যদি শেষপর্যন্ত বিশ্রাম দেওয়া হয়, তাহলে অজিঙ্কে রাহানেরই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে নির্বাচকরা। রোহিত শর্মা এখনও পর্যন্ত নামেননি শ্রীলঙ্কায়। টি টোয়েন্টি ম্যাচে রোহিতেরই দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচকরা কি শেষ পর্যন্ত রোহতিকেই অধিনায়ক হিসেবে বেছে নেবেন? সময় এর অপেক্ষা।
