ইংল্যান্ড সফরে টি-টুয়েন্টি সিরিজে জয় করলেও ওয়ানডে সিরিজে পরাজিত হয় ভারতে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ছুটিতে ভারতীয় ক্রিকেটারেরা ।

এই ছুটিতে স্ত্রীদের সঙ্গে সময় কাটিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি-শেখর ধাওয়ানরাও। কিন্তু এখন এক মাসের জন্য বিচ্ছেদ হতে যাচ্ছে অনুশকা ও বিরাটের মাঝে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দিয়েছে পাঁচ টেস্ট সিরিজের প্রথম তিন টেস্টে পরিবার সঙ্গে সময় কাটাতে পারবে না ভারতীয় ক্রিকেটাররা। প্রথম তিন টেস্টের স্কোয়াড ঘোষণার পাশাপাশি এ কথাও ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

মূলত মাঠে মন দিতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। অন্তত এক মাস স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে কোহলিদের।

টিম ইন্ডিয়ার এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে। এক আগস্ট থেকে টেস্ট সিরিজ শুরু হবে। বুধবার থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ। এখন স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে দূরত্ব বজায় রাখা দরকার।’