ভারত জাতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। ‘হোম অব ক্রিকেট’ নামে খ্যাত লর্ডসে দ্বিতীয় টেস্ট খেলতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। সেখানেই ঘটেছে ঘটনাটি।

ভারতের জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই হিন্দু ধর্মাবলি। হিন্দু ধর্মাবলম্বীদের গরুর গোস্ত খাওয়া নিষেধ রয়েছে। আর সেই বিরাট কোহলিদের লাঞ্চে গরুর গোস্ত? কিন্তু কেন সেই প্রশ্নই এখন সবার মনে।

দ্বিতিয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের দেয়া হয়েছে গরুর গোস্ত!  ইংল্যান্ড আর ভারত দুই দলের খাবারের মেন্যু ছিল এক। সেখানে তারা ধর্মের বিষয়টি সেভাবে খেয়াল করতে পারেননি। তবে এই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশও করেনি।

ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের টুইটার অ্যাকাউন্টে লর্ডস টেস্টের তৃতীয় দিনের খাবারের মেন্যুর ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সমার্থকদের একই প্রশ্ন কেন কোহলির দলকে গরুর মাংস দেয়া হলো? ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা কেন মেনে নিলো?