
৬ মার্চ থেকে শ্রীলংকার মাটিতে ভারত, বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে আয়জন করা হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রতি সিরিজের মত এই ত্রিদেশীয় সিরিজে কোহলির ব্যাটিং দেখার জন্য উদগ্রীব গোটা উপমহাদেশ। কিন্তু সকলকে হতাশ করে শ্রীলংকা সফরে আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমনটাই জানাচ্ছে ভারতীয় মিডিয়া।
টানা ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। বিয়ে ও হনিমুনের কারণে কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন। তারপর ক্রমাগত আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যাচ্ছেন কোহলি। দেশের মাটিতে একের পর এক সিরিজ খেলার পর দক্ষিণ আফ্রিকার সিরিজ নিয়ে ব্যস্ত তিনি। এপ্রিলে শুরু আইপিএল। আগস্টে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর।
এ কারণে শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফিতে বিরাটকে বিশ্রাম দিতে চাচ্ছে ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তারা। ভারতী মিডিয়া জানিয়েছে, কোহলিকে সম্ভবত ত্রিদেশীয় সিরিজে খেলতে দেখা যাবে না। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিরাট বিশ্রাম নিতে চাইলে, ছুটি দেওয়া হবে। টুর্নামেন্টে বিরাট খেলবেন কি খেলবেন না, সেই বিষয়টি একান্তই তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তবে কোনও কিছুই নিশ্চিত নয়।’
তবে এও জানানো হয়েছে, ‘বিরাট অবশ্য নিজে খেলার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, এটাই চলতি মৌসুম। আইপিএল-এর ‘অনুশীলন’ সারার মঞ্চও হতে পারে নিদাহাস ট্রফি।
