চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। ইতিমধ্যে টুর্নামেন্টে নিশ্চিত করা সকল দল তাদের জন্য  দল ঘোষণা করেছে। ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলও। কিন্তু সেই দলে রাখা হয়নি ভারত ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। কেন কোহলিকে দলে রাখা হয় নি তাত কারণ জানালো ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।

এই কর্মকর্তা বলেন ,’যদি কোন দল ফাইনালে উঠে সর্বোচ্চ ১৩ দিনে তাদের ৬টি ম্যাচ খেলতে হবে, সুপার ফোরে উঠলে ৫টি ম্যাচ। এমন টাইট শিডিউলে এবং প্রতিকূল আবহাওয়ার জন্য ক্রিকেটারদের ক্র‍্যাম্প, হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে শুরু করে বড় ইঞ্জুরি হতে পারে। তাই এই ঝুকির জন্য আমরা তাকে দলে নিতে চায়নি।’

এশিয়া কাপের সময় সূচী নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেট দল। তাদের পরপর দুইটি ম্যাচ পড়ে যাওয়াতে আইসিসির কাছে অভিযোগও করেছিলো সংস্থাটি। কিন্তু তাতে কোন লাভ হয়নি।