ভারতীয় ক্রিকেট তারোকা বিরাট কোহলির জন্য এক দুঃসংবাদ। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি যদি সত্য হয়, তাহলে এটি বিরাট কোহলির জন্য ভালো খবর নয়। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ও তারকা সমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব হারাচ্ছে কোহলি।!

আইপিএলের শুরু থেকেই খেলছে বেঙ্গালুরুর হয়ে খেলছে কোহলি। এই দলে তারকায় ভরপুর থাকলেও এখন শিরোপা ঘড়ে তুলতে পারেনি দলটির। তার নেতৃত্বে আরসিবির সর্বোচ্চ সাফল্য রানার্সআপ। অনেক আসরে তো চার নম্বরেও পৌঁছাতে পারেনি। আর শুরু থেকেই দলটির অধিনায়কের দায়িত্বে আছেন কোহলি।

এবার সকল ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে আরসিবি কর্তৃপক্ষ। আর তাই প্রধান কোচের দায়িত্ব হারিয়েছে ড্যানিয়েল ভেট্টোরি। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রিয় ও সফল কোচ গ্যারি কারস্টেনকে। এরই ধারাবাহিকতায় অধিনায়কও পরিবর্তন আনতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনটাই দাবি, সংবাদ মাধ্যমে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বিরাট কোহলিকে সরিয়ে নতুন অধিনায়ক নির্বাচন করতে যাচ্ছে দলটির ম্যানেজমেন্ট। কোহলির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রথমেই ভাবা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের নাম।

দলের এমন পারফরম্যান্সে বেজায় খেপে আছে ম্যানেজমেন্টকে। সমালোচনা চলছে কোহলির নেতৃত্ব নিয়েও। সব কিছু মিলিয়েই বড় ধরণের পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে ম্যানেজমেন্ট। আর সে লক্ষ্যেই কাজ করে চলছে।