
আইপিএলের ১১ তম আসরে শক্তিশালী দল গঠন করেও তেমন ফল পাচ্ছে না দুই দল। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে কলকাতা। অন্যদিকে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয়ের দেখা পেয়েছে কোহলির ব্যাঙ্গালুরু। তবে নিজেদের মাঠে কলকাতার বিপক্ষে সুযোগটি কাজে লাগাতে চাইবে ব্যাঙ্গালুরু। অন্যদিকে ব্যাঙ্গালুরুকে কিছুতেই ছাড় দিবে না কলকাতা।
বিদেশি কোটায় চার ক্রিকেটার: ক্রিস লিন, নারিন, রাসেল, জনসন।
কলকাতার একাদশ:
১) ক্রিস লিন, ২) সুনীল নারিন, ৩) রবিন উথাপ্পা, ৪) নীতিশ রানা, ৫) দীনেশ কার্তিক, ৬) শুভমান গিল, ৭) আন্দ্রে রাসেল, ৮) পিযূষ চাওলা, ৯) মাভি, ১০) মিচেল জনসন, ১১ কুলদ্বীপ যাদব।
