রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে গেছে  ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এখন কোন নামী দামি ফুটবলার কেও কেনেনি। আর তাই আক্রমণ এর মূল দায়িত্ব থাকবেন বেল এবং বেনজেমার কাধে। সাথে থাকবে ইসকো এবং এসেনসিও। রোনালদো চলে যাওয়ায় নাম্বার নাইন বেনজেমাই যে মাদ্রিদ এর সেরা স্ট্রাইকার তা বলার অপেক্ষা রাখেনা।

রোনালদোর রিয়াল ছাড়ায় শাপে বর হয়েছে বেনজেমার। তা বুঝা গেলো বেনজেমার কথাতেই। আত্মবিশ্বাস এর সাথে আছে চমক দেখানোর উচ্ছ্বাস।

করিম বেনজেমা বলেন, “আমাদের প্রথম কাজ হব টাইটেল জেতা কারণ এখানে সবসময় আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে একসাথে দলগতভাবে কাজ করে জিততে থাকা। ব্যাক্তিগত ভাবে আমি গতবছরের তুলনায় ভালো করতে চাই ও আমাকে কাজ চালিয়ে যেতে হবে যেহেতু আমি এই ক্লাবে আরো ইতিহাসের অংশ হতে চাই।”

সেই সাথে আরও বলেন, “আমরা প্রি সিজনে প্রচুর পরিশ্রম করছি আর কাজও ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের কাজটা ডিমান্ডিং কিন্তু তবে ভালোভাবে কাজ শেষ করতে পারলে পুরো মৌসুমে সাহায্য পাবো।”

তিনি আরও বলেন, “আমরা জানি যে তিনি এমন একজন কোচ যে কিনা বলটি বেশিক্ষণ ধরে রাখতে পছন্দ করেন, তিনি পজেশন বেজড ফুটবল পছন্দ করেন। একই সঙ্গে তিনি আমাদেরকে পজেশন ছাড়া কিভাবে কাজ করতে হবে তার উপর জোড় দেন, বলের দখল হারিয়ে যাওয়ার পর কিভাবে প্রেশার ক্রিয়েট করে আবার বলের দখল নিতে হবে তা নিয়ে তিনি কাজ করাচ্ছেন।”

তিনি ববলেন, “আমি কখনো ভাবিনি যে এই ক্লাবের হয়ে এতকিছু জিততে পারবো, তবে আমি টাইটেল জয়, সাফল্য অর্জন ও আরো অনেক কিছুর জন্যই এই ক্লাবে সাইন করেছিলাম। আমি জানতাম যে একটা সময় হয়তো কিছু কঠিন সময় পার করতে হবে তবে আমি মাইন্ড করছি না কারণ এটা হচ্ছে বিশ্বের সেরা ক্লাব। আমি খুব সুখেই আছি।”

নিজেকে চেনানোর এর চেয়ে বড় সুযোগ আর হয়না। এখন অপেক্ষা মৌসুম শুরু হওয়ার।