স্পানিশ লা লিগার ২০১৭-১৮ মৌসুম শেষ হওয়ার পথে। আর মাত্র ২ টি করে ম্যাচ বাকি অধিকাংশ দলেরই। আর লিগ শেষ হওয়ার এই মুহুর্তে প্রকাশিত হল স্পানিশ লা লিগার ২০১৭-১৮ মৌসুমের সেরা একাদশ।

নির্বাচিত সেরা একাদশে বার্সালোনা থেকে সুযোগ পেয়েছে চার তারকা লিওনেল মেসি, জর্দি আলভা, বুসকেটস ও উমিতি। রিয়াল মাদ্রিদ থেকে আছে দুজন। তারা হলে রোনালদো এবং টনি ক্রুস। এছাড়াও অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ২ জন, সেল্টাভিগো, রিয়াল বেতিস, ও সোসিয়েদাদ থেকে একজন করে জায়গা পেয়েছে একাদশে।

চলুন দেখে নেই একাদশটি:

গোলকিপার: ওবলাক (অ্যাতলেটিকো মাদ্রিদ)

ডিফেন্ডার: আলভারো ওডরিওজোলা (সোসিয়েদাদ), দিয়াগো গডিন (অ্যাতলেটিকো), উমিতি (বার্সালোনা), জর্দি আলভা (বার্সালোনা)।

মিডফিল্ডার: টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), বুসকেটস (বার্সালোনা), ফ্যাবিয়ান রুইজ (রিয়াল বেতিস)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সালোনা, লাগো আসপাস (সেল্টা ভিগো), রোনালদো (রিয়াল মাদ্রিদ)।