শুরুর দিকে ভালো করলেও ফিটনেস ও পারফরম্যান্সের কারণে আর জাতীয় দলে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত হতে পারেননি তিনি। কিন্তু লিখনের আইপিএলে খেলার যোগ্যতা ছিল বলেই জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মা।

জাতীয় দলের হয়ে ৬ টেস্ট, ৩ ওয়ানডে ও ১ টি-টিয়েন্টিতে খেলার সুযোগ হয়েছিল তার। আর এই ফরম্যাটগুলোতে যথাক্রমে ১৬, ৪ ও ২ উইকেট পেয়েছিলেন তিনি। এছাড়াও বিপিএলের এ আসরে রংপুর রাইডার্সের নেটে বোলিং করেছিলেন তিনি। বিপিএলে তিনি খেলছেন না শুনে অনেক অবাক হয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও টম মুডি।

বলেন, ‘এবার বিপিএলে ম্যাককালাম দেখে বলছে- ‘তুমি কয় উইকেট পাইছ’। আমি যখন বললাম আমি কোন দলে নাই তখন টম মুডিও অনেক কিছু জিজ্ঞেস করল (অবাক হলো)।’ এছাড়াও ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মা তাকে আইপিএলে খেলার সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন লিখন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তুমি যদি ইন্ডিয়াতে থাকতা আইপিএলে আরামে খেলতা। ও নিজ থেকেই, শাহীন ভাইরে বলছে, আমারেও বলছে। তোমার অনেক চাহিদা থাকত। এসব কথা আসলে আমাকে আত্মবিশ্বাস দেয় আসলে।’

তবে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই বিপিএলে খেলতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খারাপ করব আর আমাকে নেবে এটা তো হয় না। আমাকে ভালো কিছু করা লাগবে না।’