
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলরস একাদশকে ৪ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ৭০ রানের দুর্ধান্ত এক ইনিংস খেলেন লিটন দাস।
এই ম্যাচের ধারাবাহিকতা মূল ম্যাচেও ধরে রাখতে চান লিটন।এ ব্যাপারে ম্যাচ শেষে লিটন বলেন, ‘মূল ম্যাচের আগে এই ম্যাচটা অনুশীলন ম্যাচ হিসেবে আমাদের সামনে ছিল। এখান থেকে আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি লম্বা সময় উইকেটে থাকার। কেননা ওয়ানডে ম্যাচে আমাকে লম্বা সময় উইকেটে থাকতে হবে, আর এটার জন্যই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আর সব মিলিয়ে ফিল্ডিং বলেন, বা ব্যাটিং-বোলিং সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ খেলেছি। সামনের সিরিজে আমরা নিজেদের এমন খেলাটাই এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।’
