
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৬১ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওপেনার লিটন দাস। তার ইনিংটি সাজান ৩২ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় সাহয্যে। এমন বিধ্বংসী ইনিংসে ১৯ রানের জয় পেয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
ম্যাচ শেষে ওপেনার লিটন দাস বলেন, ‘উইন্ডিজ অনেক ভালো একটি দল। তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল। ফ্লোরিডার পিচ আমাদের দেশের মত ছিল। এটা আমার প্রথম অর্ধ-শতক এবং আমার জন্য শুভ।’
এছাড়া তিনি আরও বলেন, ‘এটা আমাদের দলের জন্য বড় এক জয়।’
