লিটন দাস বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৫টি একদিনের ম্যাচ খেলে এই ওপেনার ব্যাটসম্যান। ১৫টি এক দিনের ম্যাচে ১২.৭১ গড়ে তার ব্যাট থেকে আসে ১৭৮ রান। স্ট্রাইক রেট ৭১.৯২।

এখন পর্যন্ত শতক বা অর্ধশতক করতে পারেনি লিটন। একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ রান ৩৬। তার ব্যাট থেকে চারের আসে ১৯টি ও ছয়ের মার আছে ৩টি। এক জন ওয়ানডে ক্রিকেটে ওপেনার ব্যাটসম্যানের কাছে এটি বেমানান।