
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দলের হয়ে গুরুতপূর্ণ ৪ উইকেট শিকার করে মুস্তাফিজ। তবে তার নামের সাথে আরও একটি উইকেট যোগ হতে পারত। কিন্তু তার ওভারে একটি ক্যাচ মিস করায় তার হয়ে উঠেনি।
মোস্তাফিজের বলে যখন ইজি ক্যাচ টা মিস করল তখন মাশরাফি মোস্তাফিজ কে বলতেছিলো ক্যাচ ছিলো নাকি, মোস্তাফিজ যখন বললো হুম ক্যাচ ছিলো,। তখন মাশরাফি মুখটা বেকিয়ে আফসোস করতে লাগেন। মাশারাফির আফসোস দেখে লিটন কান্না করে দেন।
তবে দিন শেষে একটা কথাই বলতে চাই লিটনের কান্না থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে কান্নাই ভালো। অসাধারন ছিলো স্টামফিং গুলা!
আমি ব্যাক্তিগত ভাবে লিটন কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, সামনে যাতে এমন ভুল না করে, সহজ ক্যাচ গুলো ইজি ভাবে ধরতে পারে সেই কামনাই করি।
পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
