এশিয়া কাপের ফাইনাল ম্যাচে দুর্ধান্ত খেলছিলো ওপেনার লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিও আসে এই ম্যাচে। লিটনের এই ইনিংসটি নিয়ে যাচ্ছিলো বাংলাদেশের বড় সংগ্রহের দিকে।

কিন্তু সেই সময় বিতর্কিত আউট হয় লিটন। ৪১ তম ওভারের শেষ সামনে এগিয়ে মারতে গিয়ে বল মিস করে লিটন। এর পর স্টাম্পিং করে উইকেট রক্ষক ধনী। আউটের সিদ্ধান নেওয়ার জন্য টিভি আম্পায়ারকে কল করে মাঠের আম্পায়ার।

টিভি আম্পায়ার ভিবিন্ন কোন থেকে দেখে আউটের সিদ্ধান্তদেয়। এর পর শুরু হয় বিতর্ক। আর তাই বিডি টাইগার গ্রুপ সেই আম্পায়ারের ফেসবুক আইডি হ্যাক করে ডিজেবল করে দেয়। এর পর আইডিটি ওপেন করে হ্যাকার দের নিয়ণত্বনে রাখে।

মজার ঘটনা হচ্ছে সেই রড টুকারের আইডি দিয়ে লিটনের কাছে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যটাস দেওয়া হয়। স্ট্যাটাসটি তুলে ধরা হচ্ছে, ‘লিটন দাস দাদা মাফ চাই আমার ওই আইডিটা ব্যাক এনে দিতে বলো। আর কোন দিন তোমাদের কাউকে আউট দিবো না ব্রো কুলির কসম।’

তবে এই স্ট্যাটাসটি সেই আম্পায়ার দেয় নি। মজা করে সেই হ্যাকার গ্রুপ এই স্ট্যাটাসটি দিয়েছে।