
বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে রংপুরের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পর ডাবল সেঞ্চুরি করেছে টাইগার ওপেনার লিটন দাস। দ্রুততম ৮১ বলে সেঞ্চুরি পর ১৪০ বলে ডাবল সেঞ্চুরি করেন এই ওপেনার।
এই ডাবল সেঞ্চুরিতে নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ল লিটন দাস। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরির।
চলতি বছরের ২৬ এপ্রিল বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৪ রানের ইনিংসে খেলেছেন ১৯০ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দুইশ বলের নিচে ডাবল সেঞ্চুরির একমাত্র কীর্তি ছিল সেটিই।
সেই ডাবল সেঞ্চুরি করে মোসাদ্দেক হোসেনকে পেছনে ফেলেছিলেন। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় লিগে বরিশালের হয়ে মোসাদ্দেক ডাবল সেঞ্চুরি করেছিলেন ২২৯ বলে। লিটন যে ম্যাচে ১৯০ বলে দুইশ ছুঁয়েছিলেন, সেই ম্যাচেই ২৩০ বলে ডাবল সেঞ্চুরি করা আব্দুল মজিদ আছেন তালিকার চারে।
