দিনের শুরুতেই অঘটন। ইনজুরিতে পড়েছেন লিটন দাস। একেবারে যে সে ইনজুরি নয়, রীতিমত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তখন দ্বিতীয় ওভারের তৃতীয় বলে থমাস ওসানের বলে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত লিটন দাস। থমাসের করা সেই বলটি গিয়ে আঘাত হানে লিটন দাসের পায়ে। তামিমের সাথে দৌড়ে এক রান নিলেও অনেকটাই এক পায়ে লাফাতে লাফাতে রানটি নিয়ে অপর প্রান্তে গিয়েই শুয়ে পড়েন লিটন দাস।

এরপর আর দাড়াতে না পারার কারনে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। তাতেও লাভ হয়নি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এ ওপেনার। এরপর ব্যথা পাওয়া পা এক্স-রে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল টাইগার ওপেনার লিটন কুমার দাসকে।

এক্স-রে রিপোর্টে কোন প্রকার চিড় পাওয়া যায়নি। আপাতত শঙ্কা মুক্ত আছেন এবং ব্যাটিং করবেন বলেই জানা গেছে।