দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার লুঙ্গি এনগিডি দেশটির জাতীয় দলে ঢুকেই আলোচনার ঝড়।  এবার আইপিএলও সেই ঝড় শুরু হয়ে গেছে।  দক্ষিণ আফ্রিকার অভিষেক ম্যাচেই তুমুল আলোচনার জন্ম দিয়েছেন লুঙ্গি এনগিডি।  দক্ষিণ আফ্রিকার এ তরুণ পেসারকে নিয়ে ক্রীড়ামোদীদের কৌতুহল কেবল বাড়ছেই।

সেঞ্চুরিয়নে নিজের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে একাই তাণ্ডব চালান এ তরুণ পেসার।  মাত্র ৩৯ রানে ছয় উইকেট শিকার করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।   ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করা সেই লুঙ্গিকে ঘিরেই এবার টানাটানি হবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল।

নিলামের দিন সবারই নজর থাকবে মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্যের এই প্রোটিয়া পেসারের দিকে।  ফ্র্যাঞ্চাইজিগুলোর টানাটানিতে এই প্রোটিয়া পেসারের দাম নিলামে ১৫ কোটিও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৭-২৮ জানুয়ারি আইপিএলের একাদশতম আসরের নিলাম হবে।  কয়েকদিন আগে নিলামের জন্য নাম থাকা ১ হাজার ১২২ বিদেশি ক্রিকেটারের মধ্যে এই লুঙ্গিকে কেউ পাত্তা দেয়নি।  তবে সেঞ্চুরিয়ন টেস্টের পর সেই দৃশ্যের আমূল পরিবর্তন এসেছে  ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে লুঙ্গি পরিচিত ছিলেন টি-টোয়েন্টি বোলার হিসেবে।

প্রোটিয়াদের হয়ে তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।  দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাইটান্সের হয়ে নিয়মিতই আলো ছড়ান এই পেসার।  মোট ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে লুঙ্গি নিয়েছে ৪৩টি উইকেট।