
নেইমার মেসি দুই জন দুই প্রতিদ্ধন্দী দেশের হলেও বিভিন্ন লীগ কাপিয়েছেন এই দুই তারকা ৪ বছর এক দলের হয়ে। কিন্তু এখন বার্সা ছারার পেছনে অভিযোগ উঠেছিল মেসির কারণেই বার্সা ছেড়েছেন নেইমার।
যদিও সেই গুজব হাওয়ায় উড়িয়ে নেইমার সরাসরি জানিয়ে দিলেন, মেসি তার ভালো বন্ধু। আর নিজ ইচ্ছাতেই বার্সা ছেড়েছেন তিনি। তা কেবলই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে।
অন্যদিকে অনুশীলনের ফাঁকে নেইমারকে বার্সা না ছাড়তে ব্যাপক বুঝিয়েছিলেন মেসি। এমনকি টিম হোটেলেও নেইমারের সঙ্গে ঘন্টাব্যাপি বৈঠক করেছিলেন মেসি। সেই বৈঠকে নেইমারকে ব্যালন ডি’অর এনে দেবার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মেসি!
স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্টসের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে নিউজার্সির একটি হোটেলে নেইমারের সঙ্গে একান্তে কথা বলেছিলেন মেসি।
সে সময় আর্জেন্টাইন তারকা নেইমারকে বোঝানোর চেষ্টা করেন বার্সেলোনা না ছাড়ার জন্য।মেসি এতসব প্রস্তাবে কিছুতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেনি নেইমার। বরং নিজের সিদ্ধান্তে অনঢ় থেকেছেন তিনি।
কারণ মেসি আগেই বার্সেলোনা ছাড়ার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং সেটি মেসির বিয়ের অনুষ্ঠানেই।
