
শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষপেরু আছে ইকুয়েডরও। রাশিয়াবিশ্বকাপের টিকিট পেতে এ দুটি ম্যাচজয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।আর আর্জেন্টিনা বাছাইয়ের শেষ ম্যাচটিখেলবে ইকুয়েডরের মাঠে।
উচ্চতার জন্যএমনিতেই ইকুয়েডরে গিয়ে খেলা কঠিন,আর এবার তো এই ইকুয়েডরের কাছে ঘরেরমাঠেই ২-০ ব্যবধানে হেরেছেআর্জেন্টিনা।নিজেদের মাঠে পেরুর বিপক্ষেও খুব একটাএগিয়ে থাকবে না মেসিরা।
পেরুরবিপক্ষে আগের লেগ শেষ হয়েছিল ২-২সমতায়। আর এরই মধ্যে পেরুআর্জেন্টিনাকে ডিঙিয়ে উঠে গেছেচতুর্থ স্থানে। বিশ্বকাপকে চোখের সামনেদেখতে পাওয়া পেরু কি আর ছেড়ে কথাবলবে?
শেষ পর্যন্ত শীর্ষ চারে জায়গা না হলেটেবিলের পঞ্চম দল হিসেবেও বিশ্বকাপেখেলার সুযোগ থাকবে। সে ক্ষেত্রেওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের বিপক্ষেপ্লে-অফ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।আর ষষ্ঠ স্থানে থাকা দল বাদ পরে যাবে।
