চলমান বাংলাদেশ ওপেন এর ৩য় দিন বাংলাদেশ ওপেন এর মিডিয়া পার্টনার দা গলফ হাউসের উদ্যোগে মিরাজ এবং অভিনেতা রিয়াজ কুর্মিটোলা গলফ কোর্স এ এসেছিলেন।তখনই মিরাজ সিদ্দিকুর রহমানের কাছে কিছুটা গলফ শিখতে চাইলেন।

সিদ্দিকুর গলফ শিখাতে মিরাজ কে নিরাশ না করলেও পারফরম্যান্স এ নিরাশ করেছেন।গতবারের এই ওপেনের রানার্সআপ এবারের আসরে ১৯তম অবস্থানে আছেন।বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন আছেন ৭নাম্বারে।