টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০+ রান তাড়া করে জেতা সহজ নয়। এর আগে দুই শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না বাংলাদেশের। জেতাত ধুরের কথা তাদের সর্বোচ্চ রান ছিলো ১৯৩, কিন্তু আজ শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ২১৫ রান তাড়া করে জয়লাভ করে ইতিহাস গড়ল টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

জবাবে তামিম ইকবাল ও লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করেছেন তাতে ২১৫ রানের লক্ষ্যও সহজ মনে হয়েছিল। এরপর সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে রোমাঞ্চকর জয় ধরা দেয় বাংলাদেশের হাতে।

তামিম-লিটন ভালো সূচনা এনে দেওয়ার পর সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলে বাংলাদেশ। তাতে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।

এই জয়ের ফলে নিদাহাস ট্রফির ফাইনালে যাওয়ার পথটি এখনো খোলা থাকল বাংলাদেশের জন্য।

বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৩টি, মাহমুদউল্লাহ ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট নেন।

শ্রীলংকা ২১৪/৬                                          বাংলাদেশ ২১৫/৫