ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ রিয়াদ দুই হাতের আঙুল দিয়ে বুকের কাছে তৈরি করেছেন হৃদয়। পরে উড়ন্ত চুমু ছুঁড়েছেন গ্যালারিতে। আসলে স্ত্রী-সন্তান যেখানে আছেন সেখানে।

তাছাড়া এর আগে মাহমুদউল্লাহ বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করে যে উদযাপনটি করেছিলেন, সেটিই করলেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। এদিকে ৩ বছর আগেরটি ছিল শুধু স্ত্রী’র জন্য। এবার স্ত্রী ও সন্তানের প্রতি মমত্ববোধের প্রকাশ ঘটালেন তিন অঙ্কের কীর্তি ছুঁয়ে। উদযাপনে স্ত্রী-সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করলেও মাহমুদউল্লাহ ক্যারিয়ারসেরা ১৩৬ রানের ইনিংসটি উৎসর্গ করছেন মাকে।

মাহমুদউল্লাহ বলেন, ‘উদযাপনের উদ্দেশ্য আমার পরিবার। আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা। আমি সেঞ্চুরিটা আমার আম্মুকে উৎসর্গ করতে চাই। কারণ আমার বাবা-মা আমার জন্য অনেক দোয়া করে। সবার বাবা-মা, তাই করে। এই কারণে আমার মনে হয় তারা এটা ডিজার্ভ করেন।’

Leave a Reply

Your email address will not be published.