বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তিনি দেশের জন্য অনেক কিছু করেও আজ তিনি পরবাসী।তবে এদেশের ক্রিকেটের নীতিনির্ধারকরদের কাছে মূল্যায়ন না পেলেও খাঁটি সোনা চিনতে ভুল করেননি ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তাই অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব দলে জায়গা করে নিয়েছে বুলবুলের ছেলে মাহদি।

আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটের জন্য নিজেকে বিলিয়া দিয়েছেন। দেশের বাহিরেও ক্রিকেট নিয়ে কাজ করছেন, অথচ নিজ দেশেই তার কোন মূল্যা নেই। শুধু তাই নয় বয়স ভিত্তিক ক্রিকেটেও সে অবহেলিত। কিন্তু আইসিসির মুখপাত্র হয়ে সহযোগী দেশগুলোতে ক্রিকেট নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে কোচিংয়ের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

এরপর চীনের ক্রিকেট নিয়ে অনেক দিন কাজ করেছেন, চীনের ক্রিকেট প্রজন্ম তাকে গুরু হিসেবেই চিনে। মালোশিয়াতেও ক্রিকেট নিয়ে কাজ করেছেন। এছাড়া অনেকগুলো সহযোগী দেশে তাদের ক্রিকেট কাঠামো উন্নয়নে বুলবুলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

নিজে দেশে তাকে না ডাকায় কাজ করেন অন্য দেশের হয়ে, এবার অন্য দেশে বসেই শুনতে পান সুসংবাদ। তার ছোট ছেলে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে, তবে সেটি বাংলাদেশ নয় ক্রিকেটের মহাশক্তি অস্ট্রেলিয়ার হয়ে! আসলেই বিস্ময় জাগানিয়া। তবে এটাই সত্য, তার ছেলে মাহদি ইসলাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৫ দলে বিশ্বকাপের জন্য ডাক পেয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডে যে বিশ্বকাপ অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নিবেন মাহদি ইসলাম।

প্রথমে খবরটি এসেছে অস্ট্রেলীয় মিডিয়ায়, আর সেখান থেকে আমিনুল ইসলাম প্রথম জানতে পারেন। মাহদি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেন, আর সেখানে তার পারফরম্যান্স নির্বাচকদের নজরে আসে।  মাহদি দারুণ এক অলরাউন্ডার। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি তার মিডিয়াম পেস দলের জন্য খুবই কার্যকর। নিজেকে এক পরিপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে প্রস্তুত করছেন মাহদি।