উইন্ডিস সফরের মাঝে দলে যোগ দিয়েছিলেন ব্যাটিং পরামর্শকক নিল ম্যাকেঞ্জি।ওয়ানডে ও টি২০ সিরিজ জয় পাওয়া বাংলাদেশের ব্যাটিং দেখেছেন নিল।

টাইগাররা অনেক আগে থেকে অনুশীলন শুরু করলেও ম্যাকেঞ্জি ব্যাটিং নিয়ে কাজ শুরু করেছেন কয়েকদিন হয়েছে।

ভালো ব্যাটিং, ডট বল কমানো,স্ট্রাইক বাড়ানো নিয়ে অনেক কাজ করছেন।তিনি বলেন,”বড় শর্ট খেলার যথেষ্ট মনোভাব ওদের আছে।টেকনিক্যাল খেলার সামর্থ্য ও আছে যেটা রিয়াদ সিপিএলে খেলল।”

নিল আরো বলেন,”এক ওভারে ১২ রানের দরকার হলে উইন্ডিসের খেলোয়াড় রা ৩ বল ডট খেলে ২ বলে ২ ছয় মারার সামর্থ্য আছে।আমি সেটা চাই না।দেখে শুনে ৩ টা চার বের করার মানসিকতা অনেক ভালো”