
অবাক করা বিষয় হলেও এটাই সত্য। সাফ চ্যাম্পিয়ান্সশীপের গ্রুপ পর্ব কোন জয় পায়ইনি মালদ্বিপ। এবং কোন ম্যাচে গোলের দেখাও পায়নি দলটি। সেই দিক থেকে গ্রুপ পর্ব থেকেই বাদ পার কথা ছিল মালদ্বীপের। কিন্তু টস ভাগ্যে শ্রীলংকাকে পরাজিত করে সেমিফাইনালে আসে তারা। আজ সেমি-ফাইনালে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে মালদ্বীপ।
এর আগে সাফ চ্যাম্পিয়ান্সশীপে নেপালের কাছে হারের রেকর্ড নেই মালদ্বীপের। এর আগেও দুই দলের ৬ বার দেখা হয়। তার ভিতর চার বার জয় মালদ্বীপ। আর দুই ম্যাচ ছিল ড্র। আজও সেই ধারা অক্ষুন্ন রেখে পঞ্চমবারের মতো সাফ সুজুকি কাপ ফুটবল আসরে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মালদ্বীপ।
