বিশ্বকাপজয়ী সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার ২৪ ঘণ্টা পার না হতেই ফের আরও এক লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন এক ভারতীয় সঙ্গীতশিল্পী। সেই ক্রিকেটার আর কেউ নন, ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

আগের দিন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান মন্ত্রী রানাতুঙ্গার বিরুদ্ধে এক ভারতীয় নারী বিমান কর্মী যৌন হেনস্তার অভিযোগ আনেন। ফেসবুকের এক পোস্টে ওই বিমানকর্মী দাবি করেন, সাবেক লঙ্কান এই ক্রিকেটার ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সময়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

একদিন পরেই ভারতের প্লে-ব্যাক সঙ্গীতশিল্পী চিন্ময় শ্রীপদ নিজের টুইটারে দাবি করেছেন, কয়েক বছর আগে আইপিএল চলা অবস্থায় এক নারীকে নিজের হোটেল রুমে নিয়ে যৌন হেনস্তা করেছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এই ঘটনার কথা জানানোর কিছুক্ষণ পর সেই নারীর টুইটার একাউন্টের একটি লেখার স্ক্রিনশট প্রকাশ করেন শ্রীপদ।

টুইটারে শ্রীপদ লিখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীকে মিথ্যা বলে নিজের হোটেল রুমে ডেকে নিয়ে যান মালিঙ্গা। সেই নারী তার এক বন্ধুকে খুঁজছিলেন। মালিঙ্গা তাকে বলেন যে সেই বন্ধু তার রুমে আছে। সেই নারী সেই কথা বিশ্বাস করে রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে নিজের বিছানায় ফেলে দিয়ে তার মুখে চড়ে বসেন মালিঙ্গা।

মালিঙ্গা সেই নারীর গাল ব্যবহার করে যৌন হয়রানি করেন। সেই নারী অনেক লম্বা আর ওজন বেশি হওয়া সত্ত্বেও মালিঙ্গার শক্তির সামনে পেরে ওঠেন নি। এরপর রুম সার্ভিসের জন্য হোটেলের এক কর্মী সেখানে হাজির হলে সুযোগ পেয়ে সেই নারী সেখান থেকে পালাতে সক্ষম হন এবং নিজের গাল পরিষ্কার করে নেন। যাই হোক, মালিঙ্গার অমন আচরণে খুব ভয় পেয়ে যান সেই নারী। কিন্তু বিখ্যাত লঙ্কান তারকার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না।

তিনি আরও লিখেছেন, সেই নারীর মুখ না খোলার আরও একটা কারণ ছিল, এমন ঘটনা শুনলে সবাই তাকেই দোষ দেবে। অনেকে বলবে, নিজের ইচ্ছায় সেখানে গিয়েছেন তিনি। কিংবা মালিঙ্গা জনপ্রিয় বলে তাকে ফাঁসাচ্ছে। আবার কেউবা বলবে, এর চেয়েও বেশি খারাপ কিছু হলে ভালো হতো।