• চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই ইনজুরিতে পরেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। তার মধ্যে রয়েছেন রুবেল-সাকিব ও মাশরাফি।  যদিও সাকিব হালকা অনুশীলনে ফিরেছেন। কিন্তু রুবেলকে থাকতে হবে বেশ কিছুদিন বিশ্রামে। এর পর অসুস্থ হয়ে পরেন টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগের দিন জ্বর থাকায় জিম করেই বাসায় চলে

গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। জ্বরের পাশাপাশি ছিল কোমর ব্যথাও। চিকিৎসক পরামর্শে দুইদিন  বিশ্রামে ছিলেন ।

এখানেই থেমে নেই ইঞ্জুরি।  সেই  ইঞ্জুরি কবলে পরেছেন অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদ।

আজ জিমে অনুশীলন করতে গিয়ে কোমরে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পেশিতে টান ধরেছে বলে জানা গেছে।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে।

সেই পরীক্ষাগুলোর প্রতিবেদন হাতে এলে চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তখন বোঝা যাবে, কত দিন বিশ্রামে থাকতে হবে তাকে।