
আগামীকাল ৩১ ডিসেম্বর সকাল ৯:৩০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। কয়েক দিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ জিততে না পারার আক্ষেপ টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে কিছুটা হলেও ঘুচাতে চাইবে টাইগাররা। তাই কাল কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা এই প্রশ্ন অনেকের মনেই। চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে টাইগারদের প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১) তামিম ইকবাল,
২)ইমরুল কায়েস,
৩) মমিনুল হক,
৪) মুশফিকুর রহিম,
৫) মাহমুদউল্লাহ রিয়াদ,
৬) লিটন কুমার দাস,
৭) মোসাদ্দেক হোসেন,
৮) মেহেদি হাসান মিরাজ,
৯) তাইজুল ইসলাম,
১০) রুবেল হোসেন,
১১) মোস্তাফিজুর রহমান।
