
ক্রিকেট হোক বা ফুটবল যেই খেলাই হোক না কেন সেখানে রেকর্ড হয়। আবার সেই রেকর্ড ভেঙ্গেও যায়। সেটা হতে পারে দলিও রেকর্ড বা ব্যাক্তিগত রেকর্ড। আজ শ্রীলংকার বিপক্ষে সেই রকমের কিছু রেকর্ড ভাঙ্গা হলো।
১) মুমিনুলের ৫ম টেষ্ট সেঞ্চুরি। বাংলাদেশি ২য় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরি(৯৫ বল)। সবচেয়ে দ্রুততম তামিমের (৯৪ বল)।
২) সবচেয়ে দ্রুততম দেড়শ রানের মাইলফলক।
৩) মাত্র ৪৭ ইনিংসে টেষ্ট ক্যারিয়ারে ২০০০ রানের মাইলফলক অর্জন মমিনুল যা বাংলাদেশিদের মধ্যে দ্রুততম। আগের রেকর্ড তামিমের(৫২ ইনিংস)।
৪) টেষ্টে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৫ রান মমিনুলের । সর্বোচ্চ সাকিবের ২১২।
৫) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।
৬) ৩৭৪ রান টেষ্টে প্রথমদিনে বাংলাদেশের সর্বোচ্চ রান। আগের ছিলো ৩৬৫ রান।
