সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। গত তিনটি এশিয়া কাপের আসরের দুটি এশিয়া কাপের রানার্সআপ বাংলাদেশ।

গতকাল রোববার আরব আমিরাতের উদ্দেশে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা ত্যাগ করার সময় বিমানবন্দরে সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে না পারলেও গত এশিয়া কাপে আমাদের দল ভালোই খেলেছে। তা ছাড়া শেষ তিনটি এশিয়া কাপের দুটিতেই আমরা ফাইনাল খেলেছি। তাই আমি আশাবাদী এবারও আমাদের দল ভালো খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে খুবই ভালো খেলেছে দল। এশিয়া কাপেও সে ধারাবাহিকতা ধরে রাখবে বলে আমার বিশ্বাস।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আরব আমিরাতে এই সময় গরমটা বেশি থাকে হয়তো। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের মানিয়ে নিয়েই খেলতে হবে। আমি সবসমই দলের জন্য খেলে থাকি। দল যেখানে আমাকে খেলাবে আমি সেখানে খেলতেই প্রস্তুত।’