গতকাল রাতে আফগানিস্তানের বিপক্ষে চাপের মাঝে খেলে গেলেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। মাহমুদুল্লাহর ৮১ বলের ৭৪ রান ও ইমরুল কায়েসের অপরাজিত ৮৯ বলের ৭২ রান করে।

অন্যন দিকে যেই রশিদ খানকে নিয়ে সবাই ভয় করছিলো, সেই রশিদকে অসহায় বানিয়ে ছেন মাহমুদুল্লাহ। ১০ ওভার বোলিং করে ৪৮ রান খরচ করে নিয়েছে একটি উইকেট।

ব্যাটিংয়ের শুরুতে রশিদের উপর চরাও না হয়ে স্বাভাবিক ভাবে খেলেছেন মাহমুদুল্লাহ ও ইমরুল। অদল-বদল করেছেন স্ট্রাইক। এতে করে উইকেটের দেখা পায়নি রশিদ তেমনি উঠেছে রানও। তবে রশিদের বলেই মেরেছেন বড়ো বড়ো দুইটি ছয়। যার প্রথমটির দূরত্ব ছিলো ৯৪ মিটার!

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছেন কিভাবে সামলেছেন রশিদকে। ‘খুব বেশি অনুশীলন করিনি (রশিদের বৈচিত্র্য নিয়ে)। চার দিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেললাম, তাই হাতে সময় ছিল না। মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে তাঁকে খেলার চেষ্টা করেছি। আমরা জানি, উইকেট নেওয়ায় সে বিশ্বের অন্যতম সেরা। কিন্তু তাঁকে খেলা যায় না, এমন নয়।’

এদিকে আগের ম্যাচের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলতে (আগের ম্যাচে) চেয়েছি সেভাবে হয়তো পারিনি। আমাদের পরিকল্পনা ছিল রশিদকে উইকেট না দেওয়া। উইকেটে থিতু হয়ে শেষ পর্যন্ত থাকতে চেয়েছি।’