ইঞ্জুরির কারণে তিন মাসের জন্য দলের বাহিরে চলে গেছে সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের টি২০ ও টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। কিছু দিন পরের জিম্বাবুয়ে ও ওয়েস্ট-ইন্ডিজ সিরিজ। ইঞ্জুরির কারণে খেলতে পারবে না অধিনায়ক সাকিব। তার পরিবর্তে কে অধিনায়কের দায়িত্ব পালন করবে?

এই ক্ষেত্রে অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে মাহমুদুল্লাহকে। এর আগেও অধিনায় হিসেবে দেখা গেছে মাহমুদুল্লাহকে। সেই সাথে রয়েছে মুশফিক।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরান খান এই প্রসঙ্গে বলেন, ‘যেহেতু এখানে সবাই অভিজ্ঞ প্লেয়ার, তো এখানে এইটা বড় কোন সমস্যা হবে না। যেহেতু যে যার মত ক্যাপ্টেন্সি করে আসছে, রিয়াদও অনেক জায়গাতে করে এসেছে। এখনো করছে। সাথে মুশফিকও আছে।’