ক্রিকেটে একটি কথা আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। কারণ এই ক্যাচ মিসের উপর ঘুরে যায় ম্যাচের ফলাফল। আবার কিছু কিছু অবিশ্বাস্য ক্যাচ যা দর্শক মনে গেথে থাকে চিরকাল।

আজ আমরা দেখে নিব বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোন খেলোয়াড় কতটি ক্যাচ নিয়েছেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ১০ জন ক্রিকেটার

  1. মাহমুদউল্লাহ রিয়াদ: ৫৫ টি
  2. মাশরাফি বিন মর্তুজা: ৫৫ টি
  3. সাকিব আল হাসান: ৪৫ টি
  4. তামিম ইকবাল: ৪৪ টি
  5. মোহাম্মদ আশরাফুল: ৩৫ টি
  6. নাসির হোসেন: ৩৪ টি
  7. আব্দুর রাজ্জাক: ৩২ টি
  8. সাব্বির রহমান রোমান: ৩০ টি
  9. অলক কাপালি: ২৯ টি
  10. আফতাব আহমেদ: ২৯ টি।