
জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলন করতে গিয়ে একটুর জন্য ইনজুরি হাত থেকে রক্ষা পেলো মাহমুদুল্লাহ। আজ নেটে অনুশীলন করার সময় পায়ে আঘাত পেয়েছিলো এই ক্রিকেটার।
তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ব্যাটিং অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে আঘাত পায় মাহমুদউল্লাহ। বড় ধরনের কিছু না হলেও আঘাত পাওয়ার পর ব্যাটিং করেননি মাহমুদউল্লাহ।
এশিয়া কাপের পর এত দিন বিশ্রাম করে আজই প্রথম অনুশীলনে নামেন রিয়াদ। অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন করতে দেখা যায় ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে। এদিকে জানা গেছে, আগামীকাল রবিবারও অনুশীলন করবেন তিনি।
