শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৯:৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এ ম্যাচে জয়লাভ বা ড্র করতে পারলেই প্রথম বারের মত অাইসিসি টেস্ট র্র্যাংকিংয়ে অাটে উঠে যাবে বাংলাদেশ। ইঞ্জুরির করণে সাকিব অাল হাসান না থাকায় এ টেস্টেও অধিনায় হিসেবে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১) তামিম ইকবাল,

২) মোহাম্মাদ মিঠুন,

৩) মমিনুল হক,

৪) মাহমুদউল্লাহ রিয়াদ,

৫) মুশফিকুর রহিম,

৬) লিটন দাস,

৭) সাব্বির রহমান,

৮) মেহেদি হাসান মিরাজ,

৯) তাইজুল ইসলাম,

১০) মোস্তাফিজুর রহমান,

১১) আব্দুর রাজ্জাক।