কাল থেকে শুরু হতে যাচ্ছে ক্যারাবিয়ান প্রিমিয়ার লীগ। সে জন্য দেশে ফিরছেনা মাহমুদউল্লাহ রিয়াদের। সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টসের হয়ে এবারের সিপিএল খেলবে মাহমুদুল্লাহ।  এবারের সিপিএলে আরেক বাংলাদেশ সাকিবের খেলার কথা ছিলো। খেলার কথা থাকলেও পবিত্র হজ্ব পালনের উদ্দেশে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেক্ষেত্রে এবারের সিপিএলে এক মাত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদই ।

দেখেনিন সিপিএলে মাহমুদউল্লার সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টসের ম্যাচগুলোর সময়সূচীঃ

৯ আগস্ট: গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস।

১১ আগস্ট : ত্রিনিব্যাগে নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

১৫ আগস্ট : জ্যামাইকা তালাওয়াশ বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

২১ আগস্ট : সেন্ট লুসিয়া স্টার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

২৫ আগস্ট : বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

২৮ আগস্ট :  সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

৩০ আগস্ট : সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া স্টার।

১ আগস্ট : সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস বনাম ত্রিনবাগ নাইট রাইডার্স।

২ সেপ্টেম্বর : সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস বনাম জ্যামাইকা তালাওয়াশ।

৪ সেপ্টেম্বর : সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস বনাম বারাবাদস ট্রাইডেন্টস।

উল্লেখ্য, প্রতিটি ম্যাচই শুরু হবে দিবাগত রাত ১২ টার পর।