সিপিএলে বৃষ্টি আইনে জ্যামাইকার দেওয়া ১১ ওভারে ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে প্যাটট্রিয়টস। এই ম্যাচে রিয়াদের ১১ বলে অপরাজিত ২৮ রানের উপর ভিত্তি করে ৫ বল হাতে রেখে জয় ছিনিয়ে নেয় তারা। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সিপিএলের প্লে-অফনিশ্চিত মাহমুদুল্লাহর দল।

খেলার মাঝে বৃষ্টি শুরু হওয়ার ওভার এবং রান কমিয়ে সেন্ট কিটসকে টার্গেট দেয় ১১ ওভারে ১১৮ রান। গেইল ২৪ বলে খেলে ৪১ রানের ইনিংস।  আর ধাসেন ২৪ বলে খেলে করে ৪৫ রান। তার পরও সেই ম্যাচটি হাতের বাহিরেই চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।

তবে সেই ম্যাচটিকে নিজের হাতে নিয়ে এলো মাহমুদুল্লাহ। ১১ বলে ২৮ রানের টর্নেডো ইনিংস খেলে ৫ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয়।  আর এমন ম্যাচের পর রিয়াদের প্রসংশার সাথে আফসোসের কথাও জানালো সেন্ট কিটস অধিনায়ক গেইলের।

বাংলাদেশ দলের হয়ে এশিয়া কাপে অংশ নিতে রিয়াদ এখন সেন্ট কিটস ছেড়ে যোগ দিবেন বাংলাদেশের সাথে। তাই আর খেলা হচ্ছেনা এই মৌসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।

গেইল বলেন, আমাদের আরো একটি ম্যাচ আছে। এই ম্যাচে আমরা রিয়াদকে মিস করতে যাচ্ছি। সে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বে। তবে তার জায়গায় এখন অন্য কারো জন্য নিজেকে প্রমানের সুযোগ।