আফগানিস্তানের বিপক্ষে জয়ের পুরো কৃতিত্বটাই দিলেন মোস্তাফিজকে। নিজে  ম্যাচসেরা হয়েও মোস্তাফিজের করা লাস্ট ওভার ই ঘুরিয়ে দিয়েছে সব হিসাব-নিকাশ বললেন আড়ালের নায়ক রিয়াদ। ব্যাট হাতে ৭৪ রান করার পাশাপাশি পাচ ওভার হাত ঘুরিয়ে একটি গুরুত্বপূর্ণ (শেহজাদ) উইকেট নিয়েছেন।

জয়টা যে খুব বেশি প্রয়োজন ছিল,জয়টা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ও স্বস্তির। শ্বাসরুদ্ধকর উত্তেজনার পর ৫৬ হাজার বর্গমাইল জুড়ে যে শান্তির পড়শ বুলিয়ে দিলেন একজন তিনি মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে ঘিরে মাশরাফির উল্লাস তাই বাধ ভাঙা।

ম্যাচের পাল্লাটা অনেকটাই আফগানিস্তানের দিকে ঝুকে ছিল। গুরুত্বপূর্ণ শেষ ওভারে আফগানদের জয়ের জন্য প্রয়োজন আট রান। ম্যাশ বল তুলে দিলেন ” সাতক্ষীরার সায়ানাইড” এর হাতে আর তার(ফিজ) কাটার, স্লোয়ারের ভেল্কিতে দিশেহারা রশিদ, শেনওয়ারিরা। দলের প্রয়োজনে এক উইকেট নিয়ে চার রান দিয়ে দলকে ফাইনাল খেলার আশা বাচিয়ে রাখলেন ‘দ্যা ফিজ’