
রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর বিনা বেতনে আর্জেন্টিনার কোচ হতে চেয়েছেন ম্যারাডোনা। গ্যারারিতে বসে খেলার দেখার সময় ভিবিন্ন করণে সমালোচনায়ও আসেন তিনি।
কয়দিন আগেই আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
আর তাই নতুন কোচ খোঁজায় ব্যাস্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। অন্যনদিকে ম্যারাডোনা ভালো করেই জানেন দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার কোচ হতে পাবেন না। সে জন্যই কিনা বেলারুসের ক্লাব ডায়নামো ব্রেস্টের দায়িত্ব নিলেন তিনি।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহ এফসির দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তিনি বেলারুসের ক্লাবে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।
