রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ‘সিরি আ’ ক্লাব জুভেন্টাসে নাম লেখান। এখন রোনালদোর পথে হাটছে তার ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ফুল ব্যাক মার্সেলো। ইতালিয়ান পত্রিকা কোরিরি ডেলা সারা জানিয়েছেন রোনালদোর সাথে জুভেন্টাসে যোগ দিতে পারে মার্সেলো।

যেদিন থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিলো, তখন দলের অন্যান্য তারকারা বলেছিল, আশা করি রোনালদো থাকবে। কিন্তু মার্সেলোর কথাই ছিল অন্যরকম। সে বলেছিল, ‘যদি রোনালদো চলে যায়, তাহলে আমিও ব্যাগ গুছিয়ে রেখেছি।’

৩০ বছর বয়সী এই ডিফেন্ডারকে নাকি ৪০-৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়াতে রাজি জুভেন্টাস। এদিকে যদি মার্সেলোকে জুভেন্টাস দলে ভেড়ায় তবে তবে আরেক ব্রাজিলিয়ান তরুণ আলেক্স সান্দ্রোকে ছেড়ে দিতে পারে ‘ওল্ড লেডি’রা।

এদিকে আলেক্স সান্দ্রোকে নাকি পেতে চায় পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটি। বুঝাই যাচ্ছে তরুণ এই ডিফেন্ডারের কদর ক্লাব পর্যায়ে ভালোই। যদি তাই হয় তবে শেষ পর্যন্ত সত্যি হতে পারে মার্সেলো গুঞ্জণ!