
টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। পুরো দল চাপে ছিল। দলের খেলোয়ার এবং কোচিং স্টাফারা সবাই চাপের মধ্যে ছিল। অবশেষে সেই চাপকে জয় করে ম্যাচে জয়ে ফিরে রিয়াল।
গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ২-১ গোলের জয় পায়। এই ম্যাচে একটি গোল করেন মার্সেলো। আর গোলের পর তার সেলিব্রেশন সবার দৃষ্টি কারে।
মুলত তার সেলিব্রেশন ছিল সাংবাদিকদের প্রতি ইঙ্গিত করে।ম্যাচ শেষে মার্সেলো বলেন, “জয় না পাওয়াটা সব সময় কঠিন। কিন্তু সেই মুহুর্তে বিপর্যয় নিয়ে কথা বলে সাংবাদিকরা দলকে আঘাত করতে চায়।”“সব সাংবাদিক আমাদের আঘাত করেছে। হতে পারে তারা জানেনা কিভাবে ফুটবল খেলতে হয়, তাই তারা হিংসা করে।”
