
টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ের কয়েকদিন পরই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সাবেক গ্যালাক্টিকো জিনেদিন জিদান।
তবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে প্রথম সারিতে ছিলো প্রিমিয়ার লীগের তিন কোচ জার্গেন ক্লপ, মউরিচিও পচেত্তেনি এবং এন্তেনিও কন্তে। যাহোক, ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচের নাম প্রকাশ করেছে । স্পেন জাতীয় দলের বর্তমান কোচ লোপেতেগুই হবেন রিয়াল মাদ্রিদের পরবর্তি কোচ। তিন বছরের চুক্তিতে তিনি লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নিয়েছেন । বিশ্বকাপ শেষেই তিনি স্পেনের দায়িত্ব ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালনে নিযুক্ত হবেন।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটের বিবৃতিতে এমনটা জানানো হয়।
