রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার প্রমন দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের এই ব্যর্থতার জন্য আর্জেন্টিনার কোচ সাম্পাওলকে বিদায় করেছে সেই দেশের ফুটবল ফেডারেশন। এরপর কোচ খুঁজায় ব্যাস্ত তারা। এর পর আর্জেন্টিনার নতুন কোচদের তালিকায় বিভিন্ন জনের নাম আসে।

এবার টাটা মার্টিনোর নাম জোড়ালো ভাবেই সামনে আসছে। আর টাটা মার্টিনোই হচ্ছে একমাত্র কোচ যিনি মেসি ছাড়া সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিতিয়েছেন।

কিছুদিন আগে প্যারাগুয়ে জাতীয় দলের কোচ হওয়ার আমন্ত্রণ পায় মার্টিনো। তিনি সেটা প্রত্যাখ্যান করেন দেন। বর্তমানে ক্লাব আটলান্টা ইউনাইটেডের দায়িত্বে রয়েছেন মার্টিনো। ক্লাব নতুন করে মেয়াদ বাড়াতে চাইলেও তিনি মেয়াদ বাড়ায় নি। সব জায়গার অফার প্রত্যাখ্যান করায়, এখন দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাঁকে আর্জেন্টিনার নতুন কোচ ভাবা হচ্ছে।

আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন জানিয়েছে, এই মাসের মধ্যেই আর্জেন্টিনা দলের নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হবে। এখন দেখা যাক আর্জেন্টিনা নতুন কোচ কে হচ্ছে।